G litter টেক্স এ্যানিমেশন তৈরির জন্য অন্য লাইনে কিছু সাইট রয়েছে, সেখান থেকে আপনি সহজেই নিজের জন্য Gilitter টেক্স এ্যানিমেশন বানিয়ে নিতে পারেন।
কিন্তু আজ আমরা দেখবো কিভাবে ফটোশপ হতে এই কাজটা করা যায়।
১। ফটোশপ চালু করুন এবং File মেনু হতে newতে ক্লিক করুন।
এবার Width 600 এবং height 150 pixels করুন, color mode RGB Color নির্ধারন করুন, আর ট্রান্সপারেন্ট এনিমেশন তৈরি করতে চাইলে background Contents হতে transparent নির্ধারন করুন, আর না চাইলে Background Color টাই রেখে OK বাটনে ক্লিক করুন।
২। এবার Tools হতে টেক্স টুলস ক্লিক করুন এবং আপনার ওয়ার্ক এরিয়াতে মাউস পয়েন্টার রেখে পুনঃরায় ক্লিক করুন। এবার লিখুন MICROQATAR।
এবার মুভ টুলস এ ক্লিক করুন এবং আপনার টাইপ করা টেক্সটির উপর মাউস ড্রাগ করে টেক্সটিকে ওয়ার্ক এরিয়ার মাঝামাঝি আসুন।