Monday, April 30, 2012

E71 Free Symbian Applications I Use (Top 5)

Here's a list of some FREE apps which i have installed in my E71. I even included a download link for a compilation of all the apps at the bottom of this page, just in case you'd like to download it all in one go (i even added some extras).

-----

1. JBAK Taskman v1.00 by JBak



This would be the very first software i have to install on my E71. Reason? As symbian does not have an application shortcut list, this is one software which provides such feature. So it gives faster access to the apps installed on your device.

NOKIA E71 PROBLEM: memory card corrupted, memory card in use and memory card locked , need MMC KEY

OK ever since i got my new NOKIA E71, i seemed to have met with all the 3 problems mentioned above and i assure you it is really frustrating..so i decided to share a bit of experience in this blog just in case somebody else gets the same predicament and also as a reminder for myself..

MEMORY CARD IN USE

This was the first problem ever encountered. Whenever i plugged my E71 to PC using the USB cable, i'd get to choose either "Nokia PC Suite" mode or "Mass Media Storage" mode. Whenever i chose Nokia PC Suite mode, i will get an error message saying "F:\ refers to location that is unavailable...bla bla" and therefore i cannot access the memory card. If i choose mass media storage mode, i can access the memory card and carry on with copying stuffs, but when i unplug the phone and browse to my memory card folder, i get the "memory card in use" error in my phone and it stucks there. Only workaround was to restart or reboot my phone and it was really annoying. From forums i browse, some believe that the memory card supplied may have been formatted with a different format which confuses the phone.

SOLUTION: With the memory card inside the phone, format it using the phone from the memory card menu. GOTO Menu > Tools > Memory Card > Format

Sunday, April 15, 2012

১৫ই এপ্রিল, ২০১২-টাইটানিক ডুবির একশ বছর!


RMS (Royal Mail Steamer) Titanic নামে বিশালাকার এক জাহাজ প্রায় ২,২০০ এরও বেশী যাত্রী, এবং প্রায় ৯০০ ক্রু নিয়ে সাউথহাম্পটন থেকে নিউওর্ক যাত্রার পথে উত্তর অ্যাটলান্টিক মহাসাগরের এক হিমশীতল জায়গায় প্রকাণ্ড এক বরফ খণ্ডের সাথে ধাক্কা খেয়ে ১৫ই এপ্রিল ১৯১২ সালে ডুবে যায়। সেটি ছিল RMS Titanic এর প্রথম যাত্রা! এত যাত্রী নিয়ে জাহাজ ডুবির ঘটনা ইতিহাসে বিরল।

১৯৯৭ সালে হলিউড পরিচালক জেমস ক্যামেরনের অস্কার জয়ী “Titanic” মুভির কল্যাণে এই ঐতিহাসিক জাহাজ ডুবির কথা কম বেশী আমরা সবাই জানি। আজ ১৫ই এপ্রিল তথা ঐতিহাসিক এই জাহাজ ডুবির শততম বছর।

এতদিন পরে আজও পৃথিবীব্যাপী কোটি কোটি মানুষের রয়েছে এই টাইটানিক নিয়ে নানা আগ্রহ, কৌতূহল! শততম বছর নিয়ে উজ্জাপিত হচ্ছে নানা আয়োজন। এমনকি Titanic মুভিটি 3D ভার্শনে পুনরায় মুক্তি দেয়া হচ্ছে, আরও বৃহৎ পরিসরে উন্মুক্ত করা হচ্ছে টাইটানিক স্মৃতি সম্বলিত জাদুঘর। এ যেনঃ “টাইটানিক ডুবে প্রমাণ করল, সে ডুবে নাই!!” আমরাও চলুন জেনে নিই এর আদ্যোপান্ত।

টাইটানিক তৈরির পটভূমিঃ

১৯০৭ সালে আমেরিকার White Star Line নামের জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান সকল প্রকার আধুনিক ও বিলাসবহুল সুবিধার কথা মাথায় রেখে তিনটি সর্ববৃহৎ জাহাজ নির্মাণের লক্ষে Olympic class ocean liner ক্যাটাগরির তিনটি প্রোজেক্ট হাতে নেয়। Titanic ছিল White Star Line প্রতিষ্ঠানের দ্বিতীয় বৃহৎতম জাহাজ। অপর দুটি ছিল RMS Olympic ও RMS Britannic । প্রথমে White Star Line এর চেয়ারম্যান J. Bruce Ismay এবং আমেরিকান ফিনান্সার J.P. Morgan ১৯০৯ সালের মাঝামাঝি দৈত্যাকার এবং বিলাসবহুল জাহাজ তৈরির কথা চিন্তা করেন।

টাইটানিকের সাইডওয়ে ও কাটওয়ে প্ল্যান