RMS (Royal Mail Steamer) Titanic নামে বিশালাকার এক জাহাজ প্রায় ২,২০০ এরও
বেশী যাত্রী, এবং প্রায় ৯০০ ক্রু নিয়ে সাউথহাম্পটন থেকে নিউওর্ক যাত্রার
পথে উত্তর অ্যাটলান্টিক মহাসাগরের এক হিমশীতল জায়গায় প্রকাণ্ড এক বরফ
খণ্ডের সাথে ধাক্কা খেয়ে ১৫ই এপ্রিল ১৯১২ সালে ডুবে যায়। সেটি ছিল RMS
Titanic এর প্রথম যাত্রা! এত যাত্রী নিয়ে জাহাজ ডুবির ঘটনা ইতিহাসে বিরল।
১৯৯৭ সালে হলিউড পরিচালক জেমস ক্যামেরনের অস্কার জয়ী “Titanic” মুভির
কল্যাণে এই ঐতিহাসিক জাহাজ ডুবির কথা কম বেশী আমরা সবাই জানি। আজ ১৫ই
এপ্রিল তথা ঐতিহাসিক এই জাহাজ ডুবির শততম বছর।
এতদিন পরে আজও পৃথিবীব্যাপী কোটি কোটি মানুষের রয়েছে এই টাইটানিক নিয়ে নানা
আগ্রহ, কৌতূহল! শততম বছর নিয়ে উজ্জাপিত হচ্ছে নানা আয়োজন। এমনকি Titanic
মুভিটি 3D ভার্শনে পুনরায় মুক্তি দেয়া হচ্ছে, আরও বৃহৎ পরিসরে উন্মুক্ত করা
হচ্ছে টাইটানিক স্মৃতি সম্বলিত জাদুঘর। এ যেনঃ
“টাইটানিক ডুবে প্রমাণ করল, সে ডুবে নাই!!” আমরাও চলুন জেনে নিই এর আদ্যোপান্ত।
টাইটানিক তৈরির পটভূমিঃ
১৯০৭ সালে আমেরিকার
White Star Line নামের জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান সকল প্রকার আধুনিক ও বিলাসবহুল সুবিধার কথা মাথায় রেখে তিনটি সর্ববৃহৎ জাহাজ নির্মাণের লক্ষে
Olympic class ocean liner
ক্যাটাগরির তিনটি প্রোজেক্ট হাতে নেয়। Titanic ছিল White Star Line
প্রতিষ্ঠানের দ্বিতীয় বৃহৎতম জাহাজ। অপর দুটি ছিল RMS Olympic ও RMS
Britannic । প্রথমে White Star Line এর চেয়ারম্যান J. Bruce Ismay এবং
আমেরিকান ফিনান্সার
J.P. Morgan ১৯০৯ সালের মাঝামাঝি দৈত্যাকার এবং বিলাসবহুল জাহাজ তৈরির কথা চিন্তা করেন।


টাইটানিকের সাইডওয়ে ও কাটওয়ে প্ল্যান